যখন MACD সূচকটি স্পষ্টভাবেই শূন্যের বেশ উপরে অবস্থান করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1696 লেভেল টেস্ট করেছিল—ফলে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা সীমিত হয়ে পড়ে। এই কারণেই আমি ইউরো ক্রয় করিনি।
যখন কয়েকজন রিপাবলিকান সিনেটর প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন, তখন ডলারের আগের দরপতন থেমে যায়। উল্লেখ্য যে, ট্রাম্প০ জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছেন। এই অতর্কিত রাজনৈতিক পদক্ষেপ সপ্তাহের শুরুতে পরিলক্ষিত ডলার দরপতনের পরে মার্কিন মুদ্রাকে কিছুটা পুনরুদ্ধার করতে সহায়তা করে।
বিনিয়োগকারীদের মধ্যে এই বিষয়টি প্রতীয়মান হচ্ছে যে, ফেডারেল রিজার্ভের স্বাধীনতা খর্ব করার জন্য ট্রাম্পের বারবার আক্রমণের ব্যাপারে তারা ক্লান্ত—এবং অনেকেই এ ঘটনাগুলোকে মার্কিন অর্থনৈতিক স্থিতিশীলতার বিরুদ্ধে প্রকৃত হুমকি না ভেবে একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন।
তবে এখনও মোটেই বলা যাচ্ছে না যে 'সব কিছু শেষ' হয়ে গেছে। আজ সকালে ইউরোজোন থেকে কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের কথা নেই। একইভাবে, ইউরোপীয় রাজনীতিকদের পক্ষ থেকেও কোনো বক্তব্য বা বিবৃতি প্রত্যাশিত নয়—যা ডলারের আরেক দফা দর বৃদ্ধি ঘটাতে পারে।
তবুও, উল্লেখযোগ্য বিষয় হলো—ডলারের দীর্ঘমেয়াদি পরিস্থিতি এখনো অনিশ্চয়তায় ঘেরা। মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর হওয়ার সম্ভাবনা ও নিকট ভবিষ্যতে সুদের হার হ্রাসের পদক্ষেপ নিয়ে ক্রমবর্ধমান আলোচনা মার্কিন মুদ্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া, রাজনৈতিক ঝুঁকিও মার্কেটে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি করছে। এই কারণেই ট্রেডারদের সতর্ক অবস্থান বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আজকের দৈনিক ট্রেডিং কৌশলের ক্ষেত্রে, আমি মূলত পরিকল্পনা ১ এবং ২ বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1696-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1668-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1696-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র নির্ধারিত চ্যানেলের মধ্যে ইউরোর দর বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1653-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1668 এবং 1.1696-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1653-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1633-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ এই পেয়ারের উপর উল্লেখযোগ্য চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1668-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1653 এবং 1.1633-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
