শুক্রবার বেশ কয়েকটি উল্লেখযোগ্য সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। প্রকৃতপক্ষে, এই সপ্তাহে আজই প্রথম দিন যেদিন ট্রেডারদের দৃষ্টি আকর্ষণের মতো গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন প্রকাশিত হতে চলেছে। সুতরাং, এতে কোনো সন্দেহ নেই যে আজকের দিনটি তুলনামূলকভাবে বেশি ভোলাটাইল হবে। EUR/USD ও GBP/USD উভয় কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্ট আজ এই প্রতিবেদনের ফলাফলের ওপর নির্ভর করবে। আজ জার্মানি, ইউরোজোন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র—এই চারটি অঞ্চলের সার্ভিস ও ম্যানুফ্যাকচারিং সেক্টরের বিজনেস অ্যাকটিভিটি ইনডেক্স (PMI) প্রকাশিত হবে। এছাড়াও, যুক্তরাজ্য থেকে খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে এবং যুক্তরাষ্ট্র থেকে এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন—ভোক্তা মূল্য সূচক (CPI) সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে। প্রত্যেকটি প্রতিবেদনের ফলাফল উভয় কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্টকে বিভিন্ন মাত্রায় প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে।

যদিও শুক্রবার কোনো নির্দিষ্ট ফান্ডামেন্টাল ইভেন্ট নির্ধারিত নেই, তবুও আজ যে পরিমাণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে, সেগুলো কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রতিনিধিদের বিবৃতির অভাব পূরণ করতে যথেষ্ট। উল্লেখযোগ্য বিষয় হলো, ফেডারেল রিজার্ভের প্রতিনিধিগণ এখন পরবর্তী নীতিনির্ধারণী বৈঠকের আগে কোনো ধরণের মন্তব্য করা থেকে বিরত রয়েছেন; এই বৈঠকটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডে গত কয়েক সপ্তাহে মোট দশবার বক্তব্য দিয়েছেন, কিন্তু তাঁর মন্তব্য মার্কেটের ট্রেডারদের খুব একটা গুরুত্বপূর্ণ কোনো বার্তা দেয়নি। তাই বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিবৃতিগুলো মার্কেটে তেমন কোনো তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলছে না।
এ সপ্তাহের শেষ দিনের ট্রেডিংয়ে, EUR/USD এবং GBP/USD উভয় কারেন্সি পেয়ারের মূল্যের উল্লেখযোগ্য মাত্রার ভোলাটিলিটি এবং কিছুটা অপ্রত্যাশিত মুভমেন্ট দেখা যেতে পারে। EUR/USD পেয়ারের ক্ষেত্রে 1.1571–1.1584 লেভেল একটি উপযুক্ত ট্রেডিং জোন হিসেবে বিবেচিত হচ্ছে, যেখান থেকে লং ও শর্ট—উভয় ধরনের পজিশন ওপেন করা যেতে পারে। ব্রিটিশ পাউন্ডের ক্ষেত্রেও 1.3329–1.3331 এরিয়া একটি কার্যকর ট্রেডিং জোন হিসেবে কাজ করতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।